শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ২১:২৪

চাঁদপুরে ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ পালিত

চাঁদপুরে ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ পালিত
অনলাইন ডেস্ক

সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা' -এ প্রতিপাদ্যকে সামনে রেখে ০১ অক্টোবর রোববার জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর,প্রবীণ হিতৈষী সংঘ, চাঁদপুর জেলা শাখা এবং স্বেচ্ছাসেবী সংগঠনসমুহের যৌথ আয়োজনে চাঁদপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় '৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩' পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কামরুল হাসান, জেলা প্রশাসক, চাঁদপুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী এবং প্রবীণ হিতৈষী সংঘ, চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ এম জি ফারুক ভুঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক রজত শুভ্র সরকার মহোদয়।

হাফেজ খলিলুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান। প্রবীণ হিতৈষী সংঘ, চাঁদপুর জেলা শাখার প্রাক্তন সভাপতি আবুল বাসার, নবরূপ মানবিক উন্নয়ন সংস্থা'র প্রতিনিধি পিএম বিল্লাল প্রমুখ আলোচনায় অংশ নেন।

প্রবীণ ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সংবাদকর্মী ও সুধীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে অতিথিবৃন্দ শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ১২ জনকে ৬ লক্ষ টাকা ক্ষুদ্রঋণের চেক বিতরণ করেন।

দিবসটি উপলক্ষে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে প্রবীণদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়