প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ২১:২৪
কমে গেছে ইলিশের আমদানি-
চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে আবারো কমে গেছে ইলিশের আমাদানি ও সরবারাহ।গত সপ্তাহ ফিশিং বোট ও পিকআপে শত শত মন ইলিশ ঘাটে আসলেও এ সপ্তাহে তেমন আমদানি নেই মাছের।বাবুল হাজীর কিছু মাছ এসেছে।সব আড়ত মিলিয়ে দেড় দুই'শ মণ হবে না ইলিশের আমদানি।
তবে আগামী দুই তিনদিনের মধ্যে আবারো ইলিশ আসা বাড়বে বলে জানিয়েছেন চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মৎস্য আড়তদাররা।
সাগরে আবহাওয়ার সিগন্যালের কারণে মাছ শিকারেও বিঘ্নতা ঘটে, তাই মাছের আমদানি আজ কিছুটা কম হয়েছে বলে জানিয়েছেন এই ঘাটের ইলিশ চালানী মহাদেব দত্ত (৫২)।
তিনি বলেন, সাগরের ইলিশ গত দুইদিন চাঁদপুরে আসছে না। উপকূলীয় নদ নদীর কিছু মাছ আসায় দুপুরের আগেই বিক্রি হয়ে যায় আর দাম আগের মতই। ৬৪ হাজার বড় ইলিশ ও ২৪-২৬ হাজার টাকা মন দরে আড়তে ছোট ইলিশ বিক্রি হয়েছে।
ছবিতে এক জেলে নৌকার সারাদিনে এই মাছগুলো পেয়েছে।স্বল্প সংখ্যক ইলিশ আর একটি নদীর বড় পাঙ্গাশ মাছ নিলাম করা হচ্ছে।