রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ২৩:৫৫

অতিবৃষ্টিতে ভাঙ্গা রাস্তায় জনদুর্ভোগ

মিজানুর রহমান
অতিবৃষ্টিতে ভাঙ্গা রাস্তায় জনদুর্ভোগ

শ্রাবনের অতিবৃষ্টিতে

ভাঙা সড়কের যন্ত্রণার মুখোমুখি চাঁদপুর পৌরসভার মানুষ। টানা বর্ষণে শহরের কয়েকটি মূল সড়কের পাশাপাশি শাখা সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব রাস্তাঘাটের কোথাও কংক্রিট পাথর ও পিচ ঢালাই উঠে গিয়ে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের এই দশায় কষ্ট নিয়ে চলাচল করতে হচ্ছে চালক, যাত্রী ও পথচারীদের । গাড়ি চলাচলেও ঝুঁকিও তৈরি হয়েছে।

বর্ষা মৌসুমে শহর সড়ক নষ্ট হওয়ার এই প্রবণতা এবার নতুন নয়। প্রতি বছরই ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় চাঁদপুর পৌরসভার রাস্তাঘাট বেহাল হয়ে পড়ে। কোনো বছর বেশি, কোনো বছর কম। এই বছর এখন পর্যন্ত নিউ ট্রাকরোড,বঙ্গবন্ধু সড়ক,করিম পাটওয়ারী সড়কের তালতলা,বিপনিবাগ,চিত্রলেখা মোড়,হাসান আলী হাইস্কুলের সামনে,রেলওয়ে হকার্স মার্কেটের সামনে মুক্তিযোদ্ধা সড়ক,পুরাণবাজারের আমজাদ আলী সড়ক,রয়েজ রোড,নিতাইগঞ্জ সড়ক,জুটমিল সড়কসহ অনেক রাস্তাঘাট ভেঙে যাওয়ার তালিকা করেছে পৌরসভা ।

পৌর নির্বাহী প্রকৌশলী এইচএম সামছুদোহা বলেন,যেসব রাস্ত বেশি খারাপ কংক্রিটে ফেলে জরুরি ভিত্তিতে রাস্তা মেরামতের ক্জ অব্যাহত রয়েছে। বর্ষা মওসুম গেলে নতুনভাবে রাস্তার ক্জ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়