বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ২১:৫২

সারা ফাউন্ডেশনের বৃক্ষ রোপন কর্মসূচী ও সংবর্ধনা

প্রাকৃতিক দুর্যোগে ঢাল হিসেবে কাজ করে এই বৃক্ষ : ছেংগারচর পৌর মেয়র

প্রাকৃতিক দুর্যোগে ঢাল হিসেবে কাজ করে এই বৃক্ষ : ছেংগারচর পৌর মেয়র
মাহবুব আলম লাভলু

শনিবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর মেডিফার্স্ট ডায়াগনস্টিক সেন্টারের হল রুমে সারা ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্ভোধন ও গুনীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ছেংগারচর পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ আরিফ উল্ল্যাহ সরকার।

আলোচনা সভায় প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আরিফ উল্ল্যাহ সরকার বলেন, "উষ্ণায়নের এই সময়ে বৃক্ষরোপনের বিকল্প আর কিছু হতে পারে না। সারা ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রসংসার দাবিদ্বার। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ঢাল হিসেবে কাজ করে এই বৃক্ষ। এছাড়াও জীবন- যাপনে বৃক্ষের ভূমিকা রয়েছে।"

তিনি আরো বলেন ছেংগারচর সভার জনগন আমাকে মেয়র হিসাবে নির্বাচিত করেছেন। আমি পৌরবাসীর প্রতি প্রতি কৃতজ্ঞ। আমি এখন পৌরবাসী সেবক হিসেবে কাজ করবো। পৌর এলাকার উন্নয়নমূলক কাজ অগ্রধিকার ভিত্তিতে পর্যাক্রমে করা হবে। পৌর এলাকায় আইনশৃঙ্খলা অবনতি হবে এমন কোন কাজ করতে দেওয়া হবে না

সবশেষে সারা ফাউন্ডেশনের মঙ্গল কামনা ও যেকোনো ভালো কাজে তাদের সাথে থাকার আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসিকুজ্জমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ বোরহার উদ্দিন, মেডিফার্স্ট ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. মিজানুর রহমান, সাংবাদিক সুমন সরদার, পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া, সারা ফাউন্ডেশনের সভাপতি শাহাদাৎ হোসেন আনোয়ার।

স্বাগত বক্তব্য রাখেন, নবনির্বাচিত কাউন্সিলর শাহ- জাহান মোল্লা, আমান উল্লাহ সরকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নুরুন- নাহার, ইন্জিনিয়ার ফেরদৌস রহমান, জুম্মান হোসেনসহ প্রমূখ।

এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল জানান, দীর্ঘ দিন ধরে আমাদের সংগঠনটি মানব সেবায় কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় পরিবেশের কথা চিন্তা করে মতলব উত্তরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছি, ধীরে ধীরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বৃক্ষ-রোপণ কর্মসূচি পালন করবো।"

তিনি আরও জানান, "সমাজের অনেকেই ভয়াল ও মাদকের গ্রাসে আক্রান্ত হচ্ছে। এ বিষয়ে স্বেচ্ছাসেবীদের সচেষ্ট ভূমিকা পালন করতে হবে। আশেপাশের কেউ মাদকাসক্ত হয়ে থাকলে সারা ফাউন্ডেশন এর উদ্যোগে তাদের মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে।"

আলোচনা সভা শেষে গুণীজনদের হাতে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।পরে ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফলজ বৃক্ষ রোপন করেন নবনির্বাচিত পৌর মেয়র আরিফুল্লাহ সরকার।

পরে ০৪ টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন এলাকায় সহস্রাধিক গাছের চারা বিতরণ করে সংগঠনের সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়