শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ১৪:০৮

হাজীগঞ্জে কয়েক মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষতি, নিহত ১

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে কয়েক মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষতি, নিহত ১

হাজীগঞ্জে কয়েক মিনিটের কালবৈশাখীর ঝড়ে বহু বাড়ি ঘর গাছপালার ক্ষতি হয়েছে। বড়কুল খেয়াখাটে ঝড়ের কবলে মধ্যে নৌকা ডুবে শরিফুল্লাহ (৮০) নামের এক জনের মৃত্যু হয়েছে। গত সোমবার (২৭ মার্চ) শেষ বিকেলে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ এলাকাগুলো হচ্ছে ড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ রায়চোঁ ও নোয়াদ্দা, পৌরসভাধীন রান্ধুনীমূড়া ও আড়াখাল গ্রাম মিলিয়ে তৎসংলগ্ন এলাকার ২০ টি পরিবারের ক্ষতি হয়েছে। এ সময় গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, পৌরসভাধীন মকিমাবাদ গ্রামসহ রান্ধুনীমুড়ার মমতাজ উদ্দিন হাজী বাড়ীর জামে মসজিদ, লাল মিয়া জামে মসজিদ ও বড় বাড়ীর মঠ মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া

রায়চোঁ, রান্ধুনীমুড়া ও আড়াখাল গ্রামের ধীরেন্দ্র সাহা বাড়ীর জয়দেব, কে আর সাহা, দুলা মিয়া বেপারী বাড়ীর মোস্তফা মিয়া ও আলী আকবর, বঞ্জের বাড়ীর সোহেল, জমিরা বাড়ীর শুকুর আলী, রান্ধুনীমুড়া গ্রামের সুমন ও দাইমুদ্দিনসহ প্রায় ২০ টি বসতঘর ক্ষতিগ্রস্থ হয়।

এদিকে গাছপালা উপড়ে পড়ে বসতঘর, বিদ্যুতের লাইন, সিএনজি চালিত অটো রিক্সার ক্ষতিগ্রস্ত এবং সড়কে গাছপালা পড়ে যানবাহন চলাচাল বন্ধ হয়ে যায়। একই সময়ে পৌরসভাধীন টোরাগড় গ্রামের দক্ষিণ পাড়া টোরাগড়-বড়কুল খেয়া ঘাটে ডাকাতিয়া নদীতে নৌকা উল্টে পানিতে ডুবে শরিফউল্যাহ্ নামের একজন গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ওই গ্রামের বাসিন্দা।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সাজেদুল কবির জোয়ার্দার বলেন, ক্ষতিগ্রস্থ এলাকায় ভেঙে পড়া গাছপালা সরিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে সড়কে উপড়ে পড়া গাছ ও ডালপালা পরিস্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়