বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ১১:০৭

হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়নে ১৬ মার্চ : ইভিএমএ ভোট

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়নে ১৬ মার্চ : ইভিএমএ ভোট

হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন ইভিএমএ হবে। গত সোমবার (২৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিন দেশের ৪৬ উপজেলার ১০২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রæয়ারি, মনোনয়ন বাছাই ২০ ফেব্রæয়ারি, আপিল দায়েরের শেষ তারিখ ২৩ ফেব্রæয়ারি, আপিল নিষ্পত্তি ২৬ ফেব্রæয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রæয়ারি, প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রæয়ারি এবং ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে ২০১৮ সালের ১৫ মে দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৩৮৩০ ভোট পেয়ে ইউনিয়নের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী খোরশেদ আলম বকাউল। তার সাথে প্রতিদ্ব›দ্বীতা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম বাবুল। তিনি পেয়েছিলেন ১৭৩৬ ভোট। যদিও অনিয়মের অভিযোগ এনে নির্বাচনে নিজ প্রার্থীতা প্রত্যাহার করে নেন বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম বাবুল। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়া (খোকন) বিএসসি আনারস প্রতীকে পেয়েছিলেন ১৫৫৫ ভোট ও ফারুক তালুকদার ঘোড়া প্রতীকে পেয়েছিলেন ৩৮১ ভোট।

এ দিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কারা হচ্ছেন প্রার্থী, কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন, বিএনপি কি নির্বাচনে অংশগ্রহণ করবে ? তবে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম বকাউলসহ বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়া খোকন বিএসসি ও মো. নূরে আলম রিন্টু দলীয় মনোনয়ন চাইবেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কেউ প্রার্থীতা ঘোষণা দেন নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়