বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ২০:৪৭

জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ পালিত

অনলাইন ডেস্ক
জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ পালিত

"উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়" এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে ০২ জানুয়ারি জেলা প্রশাসন, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ ও সমাজসেবা অধিদফতর, চাঁদপুর যৌথ উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১০ ঘটিকায় স্টেডিয়াম রোডস্থ ইলিশ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে আলোচনা সভা ও ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক কামরুল হাসান মহোদয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মহোদয় তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে জাতীয় সমাজসেবা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন যে, আমরা উন্নয়নের মহাসড়কে রয়েছি। সমাজসেবা অধিদফতর বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সমাজসেবার ক্ষুদ্রঋণগ্রহীতাগণ স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তিনি সমাজসেবার দান অনুদানের দিকে না তাকিয়ে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা গ্রহণ, আত্মপ্রত্যয়ী হয়ে কর্মক্ষম হওয়া এবং ভিক্ষাবৃত্তিকে 'না' বলার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর ইয়াসির আরাফাত,সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সভায় সভাপতিত্ব করেন সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর মিয়া ফিরোজ আহমদ খান।

মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা শামীম খান, সমাজসেবা অফিসার মোঃ মনিরুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, চাঁদপুর সদর সুমন চন্দ্র নন্দী, স্বেচ্ছাসেবী সংগঠন হিডো নির্বাহী পরিচালক সালাহউদ্দিন আহমেদ, নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার সভাপতি পিএম বিল্লাল এবং একজন প্রতিবন্ধী ভাতা সুবিধাভোগী বক্তব্য রাখেন।

চাঁদপুর ইসলামী ফাউন্ডেশনে উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক, সহকারী কমিশনার এ আর এম জাহিদ হোসেন, ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থা'র সভাপতি কর্ণরাজ ত্রিপুরা, 'বার্ড' এর সভাপতি মোঃ তারেক, 'সোনালী সুদিন' এর সভাপতি মোঃ আবু হানিফ, সমাজসেবা অধিদফতর এর বিভিন্ন পর্যায়ের সেবাগ্রহীতাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সমাজসেবা অধিদফতরের সর্বস্তরের কর্মকর্তা/ কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর সমাজকর্মী মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক কামরুল হাসান শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৭৫ জনকে ২০ হাজার টাকা হারে সর্বমোট ১৫ লক্ষ টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণের চেক বিতরণ করেন।

জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয়, মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে চক্ষু শিবির, বিনামূল্যে চোখের নানাবিধ পরীক্ষা, ঔষধ ও চশমা প্রদান এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চাঁদপুর সদরের উদ্যোগে মোবাইল থেরাপি ভ্যানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা দেয়া হয়।

উল্লেখ্য সমাজসেবা অধিদফতর চাঁদপুর জেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২ লক্ষ ৬ হাজার ১ শত ২৪ জনকে বছরে ১৪০ কোটি ৬২ লক্ষ ৭৮ হাজার ২ শত টাকা প্রদান করছে।

বিভিন্ন ধরণের সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় ১২ কোটি ৭৪ লক্ষ ৮০ হাজার টাকার ঘূর্ণায়মান তহবিল রয়েছে। এর থেকে ক্ষুদ্রঋণ সুবিধা পাচ্ছে আরও ২৩,৭৮৩ জন সেবা গ্রহীতা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়