বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ২০:৪০

দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ৫০ বছর পূর্তি

সমাজের মানুষকে ভালো রাখাই হলো এ প্রতিষ্ঠানের কাজ ডিএমসিবি'র : চেয়ারম্যান আবু জাফর চৌধুরী বীরমুক্তিযোদ্ধা

মোঃ আবদুর রহমান গাজী
সমাজের মানুষকে ভালো রাখাই হলো এ প্রতিষ্ঠানের কাজ ডিএমসিবি'র : চেয়ারম্যান আবু জাফর চৌধুরী বীরমুক্তিযোদ্ধা

দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক (ডিএমসিবি) লিমিটেডের প্রদান কার্যালয় সহ সারাদেশে ১৩৯টি শাখায় একযোগে ৫০ বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২.৪৫ টায় এ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন ডিএমসিবি'র

প্রধান উপদেষ্টা আবু জাফর চৌধুরী বীরমুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) পিএসসি। তিনি সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়ে তাঁর বক্তব্যে বলেন, এ প্রতিষ্ঠান যে ভাবে শুরু করেছি, সেটা যে ৫০ বছরে এতটা এগিয়ে যাবে তা ছিল কল্পনাতীত। আমি মনে করি এটা আল্লাহর মেহেরবানী। তিনি আরো বলেন, আমরা অসম্ভবকে সম্ভব করেছি। এখন আমরা নিজেদেরকে মানুষ হিসেবে অনেক উচ্চতায় নিয়ে যেতে চাই । আমাকে কে বেশি ভালোবাসে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। তিনিই আমার কাছে গুরুত্বপূর্ণ যিনি কথা-বার্তা, চলাফেরা ও শৃঙ্খলার মধ্যে থাকে। আমরা এ সমাজকে কীভাবে আলোকিত করবো। সেটাই হবে আমাদের পথচলা। আর সেখানে আমি , আমার পরিবার ও আমার সমাজের মানুষকে ভালো রাখাই হলো এ প্রতিষ্ঠানের কাজ।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন প্রধান কার্যালয়ে শরিয়াহ বিভাগের কর্মকর্তা মোঃ আহম্মদ চৌধুরী স্কোয়াড্রন লিডার (অবঃ)। উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালক ও উপদেষ্টাবৃন্দ, ডিএমডি সহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, ও সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

ডিএমসিবি'র প্রধান কার্যালয়ের সাথে ভার্চুয়ালি সভায় চাঁদপুর শাখার ব্যবস্থাপক মোঃ ওসমান গনির সাথে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সদস্য ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। পরে উপস্থিত সকলকে চাঁদপুর শাখার ব্যবস্থাপক কেক কেটে খাওয়ান এবং দুপুরের খাবার পরিবেশন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়