বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২, ১৮:২১

চরমেয়াশায় জমজমাট জুয়ার আসর

চরমেয়াশায় জমজমাট জুয়ার আসর
সোহাঈদ খান জিয়া

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চরমেয়াশা গ্রামে জমজমাট জুয়ার আসর চলে আসছে।

প্রতিদিন সন্দ্যার পরে এক শ্রেনির পেশাদার জুয়াড়ি জুয়া এখানে জুয়া খেলে থাকে।

এ জুয়ার আসরে প্রতিদিন লাখ টাকার উপরে জুয়া খেলা হয়।

কোরবান ও তার সাথে কয়েক জন মিলে নদীর পাড়ে মন্দিরের নিকটে জুয়ার আসর বসায়। কোরবানসহ তার সাথে কয়েক জন প্রভাব শালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়না। কয়েক বছর ধরে এ গ্রামে জুয়ার আসর চলে আসছে। গ্রামের চার পাশ নদী হওয়ায় রাতের বেলায় তো দুরে থাক দিনের বেলায় ও প্রশাসনের কেউ সেখানে না যাওয়ায় তারা কয়েকটি জুয়ার আসর বসিয়ে থাকে।

এ গ্রামটা এখন জুয়ার জন্য নিরাপদ স্থান।

এসব জুয়াড়িরা সন্দ্যার পর দক্ষিণ মৈশাদী দিয়ে নৌকা পাড় হয়ে চরমেয়াশা গ্রামে চলে আসে জুয়া খেলার জন্য।

নাম প্রকাশে অনিচ্ছুক, অনেকে জানান, কয়েক বছর ধরে কোরবানের নেতৃত্বে প্রতি দিন সন্দ্যার পরে জুয়ার আসর চলে আসছে। বিভিন্ন স্থান থেকে পেশাদার জুয়াড়িরা এখানে জুয়া খেলতে আসে। প্রতি দিন লাখ টাকার জুয়া খেলা হয়।

এব্যাপারে মোবাইল ফোনে কোরবানের সাথে কথা হলে নিরব হয়ে বলেন আমি জুয়ার আসর বসাই না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়