প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ২০:২৬
চাঁদপুর লঞ্চঘাটে করোনা সচেতনতায় পৌর কাউন্সিলরের প্রচারণা
করোনা সচেতনতায় চাঁদপুর লঞ্চঘাটে দলীয় নেতাকর্মী এবং ওয়ার্ডের স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে প্রচারণায় ছিলেন পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম।
|আরো খবর
কয়েক ঘন্টার সীমিত পরিসরে লঞ্চ চলাচল শুরু হওয়ায় গতকাল পহেলা আগস্ট চাঁদপুর লঞ্চ ঘাটে ব্যাপক যাত্রী সমাগম হয়। এই পরিস্থিতিতে উপস্থিত যাত্রী সাধারণকে করোনার সংক্রমণের বিষয়ে সজাগ ও সতর্ককা করে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি নিজ উদ্যোগ নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন।
সকাল থেকে বেলা ১টা পর্যন্ত কাউন্সিলর সফিকুল ইসলাম যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলের নির্দেশে কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাজে সহযোগিতা করেন।
এরপর দুপুরে চাঁদপুর রেলওয়ে বড় স্টেশনে সাজেদা ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার ৭ 'শ দুঃস্থ ও অসহায়দের তিনি দুপুরের খাবার বিতরণ করেন।