প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ১৩:৪০
হাজীগঞ্জে দুই ড্রেজার জব্দ : দেড় লাখ টাকা জরিমানা
হাজীগঞ্জ উপজেলায় আবারও দুটি ড্রেজার জব্দ করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
|আরো খবর
আজ ৩১ জুলাই শনিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও মাঠে একটি ড্রেজার জব্দ করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এ সময় ড্রেজার মালিক আবদুল আজিজকে ১ লাখ টাকা জরিমানা করেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চুসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ৩০ জুলাই শুক্রবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের দিকচাইল মাঠ থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ সময় মালিক আলমগীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ড্রেজার মেশিন ফসলী জমি নস্ট করে, তাই তাদের ছাড় দেয়ার কোনো সুযোগ নাই। ড্রেজারের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।