সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ২৩:৪৭

চাঁদপুরে ২৯২ জনের করোনা শনাক্ত ॥ মৃত্যু ২

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুরে ২৯২ জনের করোনা শনাক্ত ॥ মৃত্যু ২

চাঁদপুরে গতকাল বৃহস্পতিবার ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। ৬১১ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৭.৭৯ শতাংশ। এদিকে গতকাল চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৮ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ২ জন। এরা হচ্ছেন : ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া মানুরী গ্রামের আমির হোসেন (৭৫) এবং চাঁদপুর শহরের পুরাণবাজার পূর্ব শ্রীরামদী এলাকার শামসুন্নাহার (৭৫)। অন্য ৬ জন করোনার উপসর্গ নিয়ে মারা যান। এরা হচ্ছেন : কচুয়া উপজেলা কোয়া গ্রামের মনোয়ারা বেগম (৬০), ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া সিংহেরগাঁও গ্রামের খলিলুর রহমান (৮৫), কচুয়া উপজেলা লক্ষ্মীপুর খাজুরিয়া গ্রামের আমেনা বেগম (৬৫), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা মনি বেগম (৫৫) ও ফরিদগঞ্জ উপজেলার পূর্ব গাজীপুর গ্রামের ইউসুফ পাঠান (৭০)। করোনায় মৃত্যু ২ জনসহ জেলায় এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা হচ্ছে ১৬৫ জন।

গতকাল নতুন করে যে ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে তার উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ৭৭, হাজীগঞ্জ ৩৮, ফরিদগঞ্জ ৪০, মতলব উত্তর ৪০, শাহরাস্তি ৫৫, কচুয়ায় ১, হাইমচর ৩৯ ও মতলব দক্ষিণ ২ জন।

নতুন শনাক্ত ২৯২ জনসহ চাঁদপুরে মোট আক্রান্তের সংখ্যা হলো ৯ হাজার ৩শ’ ৯৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৬ হাজার ৫শ’ ৫৯ জন এবং মারা গেছেন ১শ’ ৬৫ জন। আর বর্তমানে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৬শ’ ৭৩ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়