প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ১৩:২৪
চাঁদপুরে ৮০ জন রিক্সাচালককে ১ হাজার টাকা করে প্রদান
গতকাল ২৯ জুলাই বৃহস্পতিবার সকালে চাঁদপুরের জেলা প্রশাসক অন্জনা খান মজলিস ৮০ জন কর্মহীন রিক্সাচালকের হাতে নগদ এ অর্থ সহায়তা তুলে দেন।
|আরো খবর
জানা যায়, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রধানমন্ত্রীর উপহার হিসাবে প্রতিজনকে ১ হাজার টাকা করে তাদের হাতে তুলে দেন। রিক্সাশ্রমিকদের রিক্সাগুলো এই কঠোর লকডাউনকালীন সময়ে আটক করা হয়। এদের দুর্ভোগের কথা চিন্তা করেই জেলা প্রশাসক এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন।
এছাড়াও জেলা প্রশাসক নগদ অর্থ সহায়তা বিতরনকালে ঘোষণা দেন, যাদের রিক্সা আটকানো থাকবে তাদের রিক্সা মালিকরা তাদের কাছ থেকে ভাড়া নিতে পারবে না। রিক্সা মালিকদের মধ্যে যারা অসহায় অবস্থায় আছেন, তাদেরও আমরা সহায়তা দেবো।
উপহার প্রদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ। চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ আহমেদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।