বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ২১:৩০

চাঁদপুরে পণ্যবাহী ট্রাকে যাত্রী পারাপার : যাত্রী ও চালক উভয়কে জরিমানা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুরে পণ্যবাহী ট্রাকে যাত্রী পারাপার : যাত্রী ও চালক উভয়কে জরিমানা

চলমান কঠোর বিধিনিষেধে বন্ধ রয়েছে সব ধরণের গণপরিবহণ। চাঁদপুর রুটে পণ্যবাহী ট্রাকে যাত্রী পারাপার করার অভিযোগ রয়েছে গত কয়েকদিন ধরে। বিষয়টি আমলে নিয়ে অভিযান অব্যাহত রাখে চাঁদপুর জেলা প্রশাসন। ২৮ জুলাই বুধবার লকডাউনের ৬ষ্ঠ দিনে চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে ওয়্যারলেস বাজার এলাকায় অভিযান অব্যাহত রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহানাজ।

সেনাবাহীনির ক্যাপ্টেন ফয়সাল আহমেদ ও তার টিমকে নিয়ে চালানো অভিযানে একটি পণ্যবাহী ট্রাক দূর থেকে আসতে দেখলে তাকে থামায় ভ্রাম্যমাণ আদালত। ট্রাকটি তল্লাশি করলে তাতে ১৯ জন যাত্রী লুকিয়ে থাকতে দেখা যায়।

যাত্রীরা জানায় গন্তব্যে পৌঁছার জন্য বিকল্প কোনো যানবাহন না পাওয়ায় তারা বাধ্য হয়ে ট্রাক চালকের কথা মত নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে যেতে রাজি হয়েছে। ট্রাক চালক ও হেলপার জানায় তারা যাত্রীদের উঠাতে চায়নি বরং যাত্রীরাই জোর করে তাদের ট্রাকে উঠে পড়েছে।

এ বিষয়ে উভয় পক্ষের বক্তব্য শুনে সদর উপজেলা ইউএনও সানজিদা শাহানাজ ভাম্যমাণ আদালতে ট্রাক চালককে ৫শ’ টাকা ও যাত্রীরা প্রায় সবাই শ্রমজীবী হওয়ায় তাদের প্রত্যেককে ১শ’ টাকা করে জরিমানা করেন। সর্বমোট ২৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করা সদর উপজেলা ইউএনও সানজিদা শাহানাজ চাঁদপুর কণ্ঠকে বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমরা সার্বক্ষণিক তৎপর রয়েছি। পণ্যবাহী ট্রাকে যাত্রী পারাপারের বিষয়টি খুবই দুঃখজনক। এতে চালকেরই দায় বেশি। প্রথমত আমি চালক-যাত্রী উভয়কে সচেতন করেছি। তারা কথা দিয়েছে দ্বিতীয়বার এ ভুল করবেন না। তাই চলককে ৫শ’ ও যাত্রীদের অসচ্ছল মনে হওয়ায় প্রত্যেককে ১শ’ টাকা করে জরিমানা করেছি। আগামীতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়