বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ১৯:৩৬

মতলবে কাশিমপুর উবিতে নিয়োগ বাণিজ্যের অভিযোগের তদন্ত

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে কাশিমপুর উবিতে নিয়োগ বাণিজ্যের  অভিযোগের তদন্ত

মতলব দক্ষিণ উপজেলায় কাশিমপুর পূরণ উচ্চবিদ্যালয়ে কর্মচারী নিয়োগে সেখানকার ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিল্লাল প্রধানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগের তদন্ত হয়েছে সভাপতির অনুপস্থিতিতে। ৩০ আগষ্ট মঙ্গলবার দুপুরে ওই বিদ্যালয়ে গিয়ে অভিযোগটির তদন্ত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ রহিম খান ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রহিম খান বলেন, তিনি আজ দুপুরে ওই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অভিযোগকারী শিপন মিয়া, সাদ্দাম হোসেন, হাফসা বেগম ও জাবেদ নামে ৪ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়াও সেখানকার শিক্ষক ও স্থানীয় লোকজনের মতামত নেন। তবে বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিল্লাল প্রধান সেখানে উপস্থিত ছিলেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। পরে এ ব্যাপারে আরেকটি কমিটি করা হবে ।

উল্লেখ্য, গত ৯ আগস্ট ওই বিদ্যালয়ে একজন করে আয়া, পরিচ্ছন্নতাকর্মী, অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। এতে আয়া পদে ৪, পরিচ্ছন্নতাকর্মী পদে ৩ ও অফিস সহায়ক পদে ৭ জন অংশগ্রহণ করেন। কম্পিউটার অপারেটর পদে প্রয়োজনীয়সংখ্যক প্রার্থী উপস্থিত না হওয়ায় ওই বিষয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। নিয়োগ পরীক্ষায় আয়া পদে হাফসা বেগম, অফিস সহায়ক পদে ওসমান গনি ও পরিচ্ছন্নতাকর্মী পদে সাখাওয়াত হোসেনকে নিয়োগের জন্য মনোনীত করেন সেখানকার নিয়োগবোর্ড। পরে এসব পদে লোক নিয়োগে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিল্লাল প্রধানের বিরুদ্ধে। গত ১৪ আগস্ট পরিচ্ছন্নতাকর্মী পদের প্রার্থী মো. শিপন প্রধান ওই সভাপতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ করেন ইউএনওর কাছে। অন্যান্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়