প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১৮:৪১
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে ভিক্ষাবৃত্তি ছেড়ে কাজ করছেন অন্ধ ভিক্ষুক সুমন
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। তিনি মানসিক, শারীরিক প্রতিবন্ধী, ভিক্ষুক ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করতে স্বাচ্ছন্দবোধ করেন। এছাড়াও তিনি দক্ষতা ও সুনামের সাথে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সুযোগ পেলেই অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন।
|আরো খবর
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ভিটিহীন অন্ধ ভিক্ষুক সুমন। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় নির্মিত সেমিপাকা ঘর পেয়ে খুশি ভূমি ও গৃহহীন উপাদী উত্তর ইউনিয়নের বহরী গ্রামের অন্ধ ভিক্ষুক সুমন মৃধা।
আজ ২৮ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সে অন্ধ ভিক্ষুক সুমনকে দেখতে যান। তার সাথে কিছুক্ষণ কথা বলেন এবং বিভিন্ন খোজ খবর নেন। সাথে করে নেওয়া বিভিন্ন ফলজ বৃক্ষ নিজ হাতে বাড়ীর চারপাশে রোপন করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়–য়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, নায়েরগাঁও দক্ষিণ ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন মৃধা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।