প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১৮:০৫
মতলব পৌরসভার সাবেক কমিশনারের পিতা-মাতার জন্য মিলাদ ও দোয়া
মতলব পৌরসভার সাবেক কমিশনার ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা আক্তার আখির পিতা মোঃ খলিলুর রহমান ও মাতা রেনুয়ারা বেগম করোনায় আক্রান্ত হয়ে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ ২৮ জুলাই বিকেলে মতলব হাইস্কুল জামে মসজিদে তাদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
|আরো খবর
এ সময় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, মুসুল্লীবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব হাইস্কুল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মঞ্জুর আহমেদ। আসমা আক্তার আখি, পিতা ও মাতার আশু সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেছেন।