শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৪ আগস্ট ২০২২, ২১:১৯

দূর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশে ৬ বছরে ১২০ মিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে : ব্রিটিশ হাইকমিশনার

দূর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশে ৬ বছরে ১২০ মিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে : ব্রিটিশ হাইকমিশনার
মিজানুর রহমান

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশে আগামী ৬ বছরে ১শ’ ২০ মিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে দায়িত্বরত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

২৪ আগস্ট বুধবার চাঁদপুর সফরে এসে চাঁদপুর পৌরসভার উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও জয়বায়ূ পরিবর্তনের প্রভাবে সৃষ্ট কর্মসূচী পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশে আমরা বিভিন্ন ধরণের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি। এই প্রজেক্টের মাধ্যমে দরিদ্র জনগোষ্টির শিক্ষা, চিকিৎসা ও মাটির ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি। আশা করছি এই প্রজেক্টের মাধ্যমে ভালো কিছ দেখতে পাবো।’

এর আগে ব্রিটিশ হাইকমিশনার রর্বাট চ্যাটারটন ডিকসন চাঁদপুর পৌরসভা ও ইউএনডিপির যৌথ উদ্যোগে পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় জলবায়ু সহনশীল যমুনা রোড স্কিম ব্রিটিশ হাইকমিশনার যৌথভাবে পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের সাথে এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে হাইকমিশনার এক গোলটেবিল আলোচনায় অংশ নেন। এসময় ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি বেন গুয়েন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাসুম পাটওয়ারী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়