প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৩:০৪
করোনার ভ্যাকসিন নিতে ২৮ জুলাই থেকে মহিলাদের নির্ধারিত স্থান লেডি প্রতিমা স্কুল
২৮ জুলাই বুধবার থেকে করোনার ভ্যাকসিন নেয়ার জন্য মহিলারা যাবেন লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে। মহিলাদের জন্য পৃথক এ ব্যবস্থার কথা জানালেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ। আজকে তাঁর সাথে কথা হলে তিনি এ তথ্য জানিয়ে বলেন, একটি ভ্যাকসিন কেন্দ্রে অনেক চাপ পড়ে যায়। যা সামাল দিতে কষ্ট হয়। আর নারীরা রোদে বৃষ্টিতে রাস্তায় লাইন ধরতে হয়। এই সমস্যার কারণে নারীদের জন্য আমরা পৃথক ভ্যাকসিন কেন্দ্র লেডি প্রতিমা স্কুলে করেছি। আমি ২৭ জুলাই মঙ্গলবার সে স্কুলে গিয়ে আলোচনা করে সব ঠিক করে এসেছি।
|আরো খবর
ইনশাআল্লাহ ২৮ জুলাই থেকে মহিলাদের সেখানে হবে। তাতে নারীরা যেমন স্বস্তিবোধ করবে, তেমনি একটা কেন্দ্র থেকে চাপও কমবে।
ভ্যাকসিন নিতে নিবন্ধন করুন : https://surokkha.gov.bd/vaccine-status