প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১৬:৩০
ফরিদগঞ্জে ২১ মামলায় ২২ হাজার ৮শ টাকা জরিমানা
চলমান লকডাউনের স্বাস্থবিধি না মানায় এবং নিষেধাজ্ঞা স্বত্ত্বেও দোকান খোলার রাখার অপরাধে চাঁদপুরের ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ২১টি মামলায় ২২ হাজার ৮ শ’ টাকা জরিমানা করে।
|আরো খবর
জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার পৃথকভাবে লকডাউনের ৪র্থ দিন সোমবার ২৬ জুলাই উপজেলার ফরিদগঞ্জ বাজার, ওয়াপদা অফিস সংলগ্ন, প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন, ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড, কালিরবাজার চৌরাস্তা, ধানুয়া ও গৃদকারিন্দিয়া বাজারে মাস্ক না ব্যবহার করা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় জরিমানা আদায় করা হয়।