প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১০:৪২
আসুন, করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হই'-১২
গণসচেতনতা বৃদ্ধিসহ সকলকে টিকার আওতায় আনতে হবে : নেপাল সাহা
|আরো খবর
নেপাল সাহা বলেন, গণসচেতনতা বৃদ্ধিসহ সকলকে করোনা প্রতিষেধক টিকার আওতায় আনতে হবে এবং কঠোর লকডাউন কার্যকরে দিন আনে দিন খায় মানুষদেরকে চিহ্নিত করে তাদেরকে খাদ্য সহায়তা দিতে হবে। যদি তা করা যায় তাহলে আমরা করোনা মোকাবেলায় সক্ষম হব বলে আমি মনে করি। তিনি এজন্য জনপ্রতিনিধিসহ সমাজ সচেতন কয়েকজনকে নিয়ে এলাকাভিত্তিক একটি কমিটি গঠনপূর্বক সরকারের গৃহীত কর্মসূচী বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে এবং অসহায়দের সহযোগিতায় সরকারের আন্তরিকতার অভাব নেই। কিন্ত স্বজন প্রীতির কারনে তা বাস্তবায়ন করা সম্ভব হয়ে উঠছে না অনেক ক্ষেত্রে। তাই এসকল ক্ষেত্রে আমাদেরকে আন্তরিক হতে হবে। আমরা সকলই যখন বুঝতে পারবো যে, করোনা কারোই আপন নয়। যে কোন সময় আমিও এর দ্বারা আক্রান্ত হতে পারি। এসত্যটি যখন সকলেই অনুভব করবে তখনই করোনা প্রতিরোধ সংক্রান্ত সকল কার্যক্রম বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে। প্রাথমিক পর্যায়ে করোনা প্রতিরোধে মাস্কের বিকল্প নেই বলেও তিনি উল্ল্যেখ করেন।