বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১০:৪২

আসুন, করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হই'-১২

স্টাফ রিপোর্টার
আসুন, করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হই'-১২

গণসচেতনতা বৃদ্ধিসহ সকলকে টিকার আওতায় আনতে হবে : নেপাল সাহা

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াবহতা বেড়েই চলছে দিন দিন। সারাবিশ্বের ন্যায় বাংলাদেশও আজ আতংকিত। দেশে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। প্রতিদিন আক্রান্ত হচ্ছে দেশের হাজার হাজার মানুষ। ভয়াবহ বিপর্যয়ের মধ্যে দিয়ে এগিয়ে চলছে দেশ। প্রতিদিনই কেউ না কেউ শুনছে তাদের প্রিয় মানুষদের মৃত্যু সংবাদ। এমনি পরিস্থিতিতে পিছিয়ে নেই চাঁদপুর জেলাও। দেশে করোনায় আক্রান্তের তালিকায় গড় হিসাব অনুযায়ী চাঁদপুরে আক্রান্তের সংখ্যাও অনেকটা বেশি। করোনাসংক্রমন ঠেকাতে সরকারের দেওয়া কঠোর লকডাউন কার্যকরে মানুষের তেমন কোন স্বদিচ্ছাও দেখা যায় না। ঘরে আটকে রাখা যাচ্ছে না, দিন আনে দিন খায় হত দরিদ্র মানুষগুলোকে। মিলছে না আশানুরুপ ত্রান সহযোগিতা। এমনি পরিস্থিতিতে করোনা সংক্রমন ঠেকাতে চাঁদপুর কন্ঠের পক্ষ থেকে করণীয় সম্পর্কে জানতে চাওয়া হয় চাঁদপুর চেম্বার অব কমার্সের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উদীয়মান তরুণ সমাজসেবক, জেলা পূজা উদযাপন পরিষদের সহ প্রচার সম্পাদক নেপাল সাহার কাছে। যিনি করোনার প্রথম সূচনা থেকে বিভিন্ন সময়ে নিরবে নিভৃতে সাধ্যানুযায়ী সহযোগীতা করেছেন অসহায় মানুষদেরকে। তিনি করোনা সংক্রমন প্রতিরোধে সর্বাগ্রে গুরুত্ব আরোপ করেন ভ্যাকসিন টিকার উপর।

নেপাল সাহা বলেন, গণসচেতনতা বৃদ্ধিসহ সকলকে করোনা প্রতিষেধক টিকার আওতায় আনতে হবে এবং কঠোর লকডাউন কার্যকরে দিন আনে দিন খায় মানুষদেরকে চিহ্নিত করে তাদেরকে খাদ্য সহায়তা দিতে হবে। যদি তা করা যায় তাহলে আমরা করোনা মোকাবেলায় সক্ষম হব বলে আমি মনে করি। তিনি এজন্য জনপ্রতিনিধিসহ সমাজ সচেতন কয়েকজনকে নিয়ে এলাকাভিত্তিক একটি কমিটি গঠনপূর্বক সরকারের গৃহীত কর্মসূচী বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে এবং অসহায়দের সহযোগিতায় সরকারের আন্তরিকতার অভাব নেই। কিন্ত স্বজন প্রীতির কারনে তা বাস্তবায়ন করা সম্ভব হয়ে উঠছে না অনেক ক্ষেত্রে। তাই এসকল ক্ষেত্রে আমাদেরকে আন্তরিক হতে হবে। আমরা সকলই যখন বুঝতে পারবো যে, করোনা কারোই আপন নয়। যে কোন সময় আমিও এর দ্বারা আক্রান্ত হতে পারি। এসত্যটি যখন সকলেই অনুভব করবে তখনই করোনা প্রতিরোধ সংক্রান্ত সকল কার্যক্রম বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে। প্রাথমিক পর্যায়ে করোনা প্রতিরোধে মাস্কের বিকল্প নেই বলেও তিনি উল্ল্যেখ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়