সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ জুন ২০২২, ১৮:০২

চাঁদপুরে বিষ প্রয়োগে অর্ধশত ঘুঘু হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে বিষ প্রয়োগে অর্ধশত ঘুঘু হত্যার অভিযোগ

ফেলায় বিষ প্রয়োগ করে আবারও অর্ধশত ঘুঘু পাখি হত্যার অভিযোগ উঠেছে। ২৮ জুন মঙ্গলবার হাইমচরের আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের চরপোড়ামুখী গ্রামের ফসলের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, আমন ধানের বীজতলায় ঘুঘু পাখি খাবার খুঁজতে আসত। কিন্তু এমন প্রাকৃতিক দৃশ্য সহ্য করতে না পেরে কে বা কারা বীজতলায় বিষ প্রয়োগ করে ঘুঘু পাখিকে হত্যা করে। এতে প্রায় অর্ধশত ঘুঘু পাখি মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে ধানের বীজ রোপনকারী কৃষক আলী উকিল বলেন, কে বা কারা বিষ প্রয়োগ করেছে, তা আমার জানা নেই। মৃত পাখিগুলো স্থানীয়রা এদিক-ওদিক ফেলে দিয়েছে বলে খবর পাচ্ছি। পাখি হত্যা অপরাধ। এমন ঘৃণ্য কাজকে কখনোই আমি সমর্থন করি না।'

হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, 'বিষ প্রয়োগ করে ঘুঘুসহ পাখি হত্যা করা শুধু অপরাধই নয়, পরিবেশের জন্যও অত্যন্ত ক্ষতিকর। ঘটনাটি যারাই করেছে, অমানবিক কাজ করেছে। আমরা খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট কৃষক দোষী কি না, তা খতিয়ে দেখব।'

উল্লেখ্য, এর আগে হাইমচরেই গত ২৫ ফেব্রুয়ারি বিষ প্রয়োগ করে শতাধিক ঘুঘু পাখি মেরে ফেলা হয়েছিল। পরে অভিযুক্ত স্থানীয় কৃষক স্বপন দেওয়ানকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়