প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ০৯:৪৫
আসুন, করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হই-১০
মুখে মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করা গেলে, করোনা প্রতিরোধ সম্ভব : অ্যাডঃ হুমায়ুন কবির সুমন
|আরো খবর
'করোনায় সারাদেশে মৃত্যুর মিছিল চলছে। প্রতিদিন হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছে। এক ভয়াবহ বিপর্যয়ে দেশ। চাঁদপুরে করোনা সংক্রমণ সারাদেশের গড়ের চেয়েও বেশি। এমতাবস্থায় আপনার ব্যক্তিগত বা সংগঠনের পক্ষ থেকে আপনি করোনা মোকাবেলায় বিশেষ করে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানার জন্যে সচেতনতা সৃষ্টিতে স্বেচ্ছায় ছোট-বড় কী কাজ করতে চান কিংবা কী বলতে চান?
উল্লেখিত প্রশ্নের জবাবে, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও তরুণ আইনজীবী অ্যাডঃ মোঃ হুমায়ুন কবির সুমন বলেছেন, মহামারী করোনা ভাইরাসের শুরু থেকে আজও দেশের একমাত্র যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা সাধারণ মানুষের পাশে রয়েছে। চাঁদপুরে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের শুরুতে আক্রান্ত পরিবারগুলোর কথা নিশ্চয়ই সকলের মনে আছে। সেই সময়ে আক্রান্ত পরিবারগুলো যেনো সমাজের বাইরের পরিবার, মানুষের মাঝে এমন ভাব দেখা দিয়োছিলো। এমনকি তাদেরকে ঘর বাড়িতে কাউকে আসতে যেতে দেয়া হতো না। মানুষের এই বিভ্রান্তি দূর করতে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত এই বিষয়ে সামাজিক কর্মসূচির মাধ্যমে মানুষকে বুজিয়ে এই ভ্রান্ত ধারণা দূর করতে সক্ষম হয়েছে।
তিনি আরো বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির নিদর্শনা মোতাবেক সদর উপজেলা যুবলীগ করোনাকালীন কর্মহীন গরীব অসহায় ও দুঃস্থ পরিবার এবং নিম্ন মধ্যবিও পরিবার যারা লজ্জায় বলতে পারে না, অথচ পেটে ক্ষুধা তাদের খোঁজ করে গোপনে বাড়ি বাড়ি ঐ পরিবারগুলোকে খাদ্য সহায়তা ও নগদ অর্থ সহায়তা দিয়েছে। এছাড়াও করোনা মোকেবেলায় তৃণমুল বা গ্রাম পর্যায়ে পর্যায়ের মানুষদের সচেতন করার লক্ষ্য বিভিন্ন সামাজিক কার্যক্রমের পাশাপাশি করোনা মোকাবেলায় মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের রাজনীতি করি, তাই জনস্বার্থে জনগণের পাশে যুবলীগ আছে এবং থাকবে।
তরুণ এই আইনজীবী বলেন, আমি মনে করি, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে সর্বপ্রথম শতভাগ প্রয়োজন মাস্ক ব্যবহার। মাস্ক ব্যবহারের বিকল্প নেই। তাই আমার প্রিয় উপজেলাবাসীর প্রতি বিনয়ের সাথে আহ্বান থাকবে, আপননারা সচেতন হোন, মাস্ক ব্যবহার করুন। নিজে রক্ষা হলে, আপনার পরিবার রক্ষা পাবে, পরিবার রক্ষা পেলে সমাজ পাবে, সমাজ রক্ষা পেলে গোটা দেশ পাবে। তাই করোনা মোকাবেলায় সরকারের ঘোষিত স্বাস্থ্য নীতিমালা মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন ।