বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ১৮:৪০

বিধিনিষেধ নিশ্চিত করতে তৎপর চাঁদপুরের প্রশাসন

বিধিনিষেধ নিশ্চিত করতে তৎপর চাঁদপুরের প্রশাসন
মিজানুর রহমান

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আজ ২৩ জুলাই থেকে শুরু হয়েছে। মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ সবধরনের দোকানপাট, গণপরিবহন এবং শিল্পকারখানা বন্ধ রেখে এ বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। বিধিনিষেধ নিশ্চিত করতে চাঁদপুর শহরের রাস্তায় নেমেছে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার।

শুক্রবার সকালে জেলার শীর্ষ এই দুই কর্মকর্তা গাড়ির বহর নিয়ে শহরে টহল দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান করে রাস্তায় বের হওয়া সাধারণ মানুষের কারণ জিজ্ঞাসা করেন। করোনা সংক্রমণ রোধে তারা মানুষকে মাস্ক ব্যবহারে সচেতন এবং অকারণে রাস্তায় বের না হওয়ার জন্য সতর্ক করেন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহরবাসীকে চাঁদপুরে করোনার ঊর্ধ্বমুখী সম্পর্কে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, সেনা, পুলিশ, বিজিবি, আনসারসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী মাঠে আছেন। চলবে মোবাইল কোর্ট। গ্রাম, শহর, বন্দরসহ সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

জেলা প্রশাসক বলেন, চাঁদপুরে করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী। আমাদের অনেক অফিসার স্টাফ করোনায় আক্রান্ত। গতকালও আমার একজন এডিসি করোনা আক্রান্ত হয়েছেন। পুলিশ ভাইরাও কাজ করতে গিয়ে আক্রান্তের শিকার হচ্ছেন। কিন্তু তাই বলে আমরা মনোবল হারাবো না, আমাদের সরকরি বিধিনিষেধ মানাতে রাস্তায় অবস্থান নিতেই হবে। তিনি বলেন, নিজে বাঁচুন অপরকে বাঁচতে দেন। যারা টিকা নেননি তারা নিয়মমত খুব শীঘ্রই টিকা নেন। আর আপনারা যারা সচেতন শহরে গ্রামে থাকেন, জনপ্রতিনিধি, সুধীজন আছেন, তারা সচেতনতামূলক প্রচারটা করুন।

পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, আজকে আমরা ঘুরে দেখলাম। আমরা যে কোন সময়ই রাস্তায় বেরিয়ে পড়বো। সেনা, পুলিশ, বিজিবি, আনসার সবাই কাজ করছেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) ইমতিয়াজ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, এনডিসিসহ মোবাইল কোর্ট পরিচালনাকারী একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটগন, সংবাদকর্মী ও জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়