প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ১২:০৭
বাবুরহাট বাজার কঠোর লকডাউনের প্রথম দিনে জনশূন্য
কঠোর লকডাউনের প্রথম দিনে চাঁদপুর শহরতলির বাবুরহাট বাজার সকাল থেকে প্রায় জনশূন্য।
|আরো খবর
কাঁচা বাজার ও মাছ বাজারে তেমন জনসাধারণের উপস্থিতি দেখা যায়নি। বাজারের ফার্মেসী ও মুদি দোকান ব্যতিত সকল দোকানই বন্ধ রয়েছে। এরই মাঝে ভ্রাম্যমাণ আদালত বাজারে কয়েকবার প্রদক্ষিণ করে।
এছাড়াও চাঁদপুরের ট্রানজিট নামে খ্যাত বাবুরহাট মতলব রোডেও কোনো ধরণের গণপরিবহন দেখা যায়নি। তবে মাঝে মাঝে দু' একটি সিএনজি স্কুটার চাঁদপুরের উদ্দেশ্যে গেলেও তারা পুলিশি চেকপোস্টের সম্মুখিন হতে হচ্ছে। যারা যথাযথ প্রমাণ দেখাতে পারছেন তারাই যেতে পারছেন, বাকিদেরকে ফেরত পঠানো হচ্ছে।