শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ জুন ২০২২, ২১:৫০

তেল গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার
তেল গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও মূল্যহ্রাসের দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চাঁদপুর জেলা বিএনপি। ১১ ই জুন শনিবার বিকেলে দলীয় কার্যালয় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম। জেলা বিএনপি নেতা মুনীর চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা জসিম উদ্দীন খান বাবুল, মাহাবুব আনোয়ার বাবলু,সেলিমছ সালাম,পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদল সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্য নেতৃবৃন্দ। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বলা হয়, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি যখন জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে, ঠিক সেই সময় গ্যাসের ২২ দশমিক ৭৮ শতাংশ মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে আঘাত করল। এতে একদিকে মানুষের দৈনন্দিন জীবনের ব্যয় বৃদ্ধি পাবে, অন্যদিকে কৃষি, শিল্প ও বিদ্যুৎ সরবরাহে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়