শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন
  •   অবশেষে চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে বদলি
  •   নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কের ওপর ভবন নির্মাণের অভিযোগ
  •   বাবা মায়ের উপর ছেলেদের নৃশংসতা ।। বৃদ্ধ বাবার থানায় অভিযোগ
  •   ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয়তা বায়তুল মোকাররমে

প্রকাশ : ১১ জুন ২০২২, ২১:২৯

নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

কামরুজ্জামান টুটুল
নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

আমাদেরকে নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে শুধু মানুষ হলে চলবে না। শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফলটাই মূখ্য বিষয় নয়। পড়ালেখার পাশাপাশি শিার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডসহ পাঠক্রম বহির্ভূত কার্যক্রমে অংশগ্রহন করতে হবে। শনিবার হাজীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন চাঁদপুর ৫ ( হাজীগঞ্জ-শাহরাস্তি ) নির্বাচনি এলাকার ৪ বারের সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

এ সময় তিনি আরো বলেন, আমরা সবাই পরীার ফলাফলের উপর একটি শিক্ষা প্রতিষ্ঠান কতটা ভালো, তা নির্ধারণ করি। এটা কিন্তু তা ঠিক নয়, আমাদেরকে ফলাফলের পাশাপাশি প্রতিষ্ঠান কতজন ভালো মানুষ ও যোগ্য নাগরিক গড়ে তুলতে পারছে সেটাও গুরত্বের সাথে দেখা উচিত। যদি আমরা তা করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মে উজ্জল ভবিষ্যত নিশ্চিত হবে।

অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আহম্মেদ খসরু। এ দিন সকাল ৯টায় ছালেহ্ আবাদ এম.এন ফাযিল (ডিগ্রি) মাদরাসার চারতলা ভিত বিশিষ্ট তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী হাফেজ মো. এমরান হোসেন।

মাদরাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম আলমের সভাপ্রধানে বক্তব্য রাখেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, মাদরাসার অধ্যক্ষ মাও. মো. সগীর হোসাইন, শিক্ষার্থী উম্মে হাবীবা। এ সময় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোতালেবসহ মাদ্রাসার শিক্ষক এলাকাবাসীসহ কয়েক‘শ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১০ টায় বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাবিবুর রহমান লিটনের সভাপ্রধানে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, এসএসসি পরীার্থী মেহেদী হাসান, গীতা পাঠ করেন শিক্ষার্থী বৃষ্টি রানী সরকার।

সাবেক যুবলীগ নেতা নাজমুল আহসান নয়নের সঞ্চালন এসময় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম.এ খালেক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ডা. মুকবুল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম আতিকুল্লাহ প্রমুখ।

দুপুর সাড়ে বারোটায় সুহিলপুর উচ্চ তিন তলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলা উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন টিটু, শিক্ষার্থী লিজা আক্তার, ওমর ফারুক। সহকারী শিক্ষক জাহিদ হাসানের সঞ্চালনে অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক সদস্য আমির হোসেনসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বেলা দেড়টায় সুহিলপুর এবিএস ফাযিল মাদরাসা তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সমুনের সভাপ্রধানে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুর হোছাইন। সহকারী অধ্যাপক এস.এম চিশতীর সঞ্চালনে এ সময় আরো বক্তব্য রাখেন, মাদরাসা পরিচালনা পর্ষদের বিদ্যেৎসাহী সদস্য মাও. সিফাত উল্যাহ্, শিক্ষার্থী মাহফুজা আক্তার ও আফসানা। এসময় মাদরাসার সহ-সভাপতি ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরীসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরপর মৈশাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তাহের, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, মজিবুর রহমান মজিব, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধর, বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ হাসেম হাসু, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এদিন তিনি উপজেলার ছালেহ্ আবাদ এম.এন ফাজিল (ডিগ্রি) মাদরাসার চারতলা ভিত বিশিষ্ট তিনতলা একাডেমিক ভবন, বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, মৈশাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, সুহিলপুর এবিএস ফাযিল মাদরাসা তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন এবং সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের একডেমিক ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলা নির্মাণ ও মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়