প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ১৯:১৬
উঘারিয়া পশুর হাট মোল্লার দরজার রাস্তার উপর : জনগণের ভোগান্তি
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। সেই সাথে পাল্লা দিয়ে চলছে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অনিয়ম। কোরবানির পশুর হাটগুলোতে মানা হচ্ছে না স্বাস্হ্যবিধি তেমন কোনো প্রশাসনিক তৎপরতাও চোখে পড়েনি।
|আরো খবর
এদিকে ঐতিহ্যবাহী উঘারিয়া পশুর হাট বসেছে মোল্লার দরজা এলাকায়। সংবাদ পেয়ে বাজারে গিয়ে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়।
উঘারিয়া পশুর হাট ইজারা নেন যুবলীগ নেতা ফয়সাল আহমেদ শুভ। এবার তিনি সরকারের নিয়মনীতি উপেক্ষা করে হাট বসিয়েছেন মোল্লার দরজা হতে খেড়িহর রাস্তার মধ্যে। রাস্তার দুই পাশে পশু নিয়ে হাজির হন বিক্রেতারা যার ফলে সড়কটি দিয়ে যান চলাচলের মারাত্মক ব্যঘাত সৃষ্টি হয়। সাধারণ জনগণ রাস্তাটি দিয়ে যাতায়াত করতে দূর্ভোগ পোহাতে হয়। রাস্তার উপরে পশুর মল মূত্র পড়ে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
এনিয়ে সাধারণ জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। কিন্তু সংঘবদ্ধ ইজারাদারের ভয়ে এনিয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। রাস্তার উপরে সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবে পশুর হাট বসানোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।