রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১১ মে ২০২২, ১৮:৫৪

মতলবে অগ্নিকাণ্ডে দু'টি বসত ঘর পুরে ছাই : সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মুহাম্মদ আরিফ বিল্লাহ
মতলবে অগ্নিকাণ্ডে দু'টি বসত ঘর পুরে ছাই : সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মতলব দক্ষিণ উপজেলার ২ নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামের মোখলেসুর রহমানের বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দু'টি বসত ঘর ও একটি রান্নাঘর পুরে ছাই হয়ে গেছে।

গত ৯ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিস প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মতলব দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে বলে ধারণা করা হয়।

অগ্নিকাণ্ডে দু'টি বসতঘর, একটি পাকের ঘর এবং ঘরে থাকা একটি ফ্রিজ, একটি টিভি, একটি সেলাই মেশিন, নগদ ৬৫ হাজার টাকাসহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মালামাল পুরে ছাই হয়ে যায়।

ঘরের মালিক মোখলেসুর রহমান জানান, ঘটনার দিন আমরা ঘরে কেউ ছিলাম না। তাই আমাদের কোন ক্ষতি হয় নাই। কিন্তু বসত ঘর এবং নগদ অর্থ হারিয়ে এখন আমি পথে বসেছি। এক প্রশ্নের জবাবে মোখলেসুর রহমান জানান স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়