শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২২, ২০:৫৪

পশ্চিম সকদীতে শত্রুতাবশত বিষ প্রয়োগে মাছ নিধন

সোহাঈদ খান জিয়া
পশ্চিম সকদীতে শত্রুতাবশত বিষ প্রয়োগে মাছ নিধন

গত ১১ এপ্রিল সোমবার গভীর রাতে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামে শত্রুতাবশত বিষ প্রয়োগে মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, পশ্চিম সকদী গ্রামের মোঃ শহীদুল্লাহ খান তার ইজারা নেয়া পুকুরে বিক্রি করার জন্যে মাছ রাখেন। রাতের আঁধারে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতাবশত বিষ প্রয়োগে ২ লাখ টাকার মাছ নিধন করা হয়। ওই পুকুরে রুই, কাতল, মৃগেল ও কাইলানি মাছ ছিলো। এছাড়াও তার ৫০টি পেঁপে গাছ ও ১২টি কলা গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এমনকি তার দোকানের তালা ভেঙ্গে ফেলে। মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শহীদুল্লাহ খানের পুকুরে রাখা বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। আর মরা মাছগুলো পুকুর থেকে উপরে ওঠানো হচ্ছে।

এ ব্যাপারে মোঃ শহীদুল্লাহ খান বলেন, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতাবশত আমার পুকুরের মাছগুলো বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। আর পেঁপে ও কলা গাছগুলো কেটে ফেলা হয়েছে। দোকানের ও আমার বসতঘরের তালা ভেঙ্গে নষ্ট করা হয়েছে। জমিজমা নিয়ে আমার সাথে বিরোধ আছে। আমার গাছ, মাছ, দোকান ও ঘরের তালার সাথে তো বিরোধ নেই। এতে আমার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়