শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০০:২১

মোহনপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে কাজী মিজানুর রহমান

সর্বস্তরে বাংলাভাষা প্রতিষ্ঠা হলেই শহীদদের স্বপ্ন স্বার্থক হবে

অনলাইন ডেস্ক
সর্বস্তরে বাংলাভাষা  প্রতিষ্ঠা হলেই শহীদদের স্বপ্ন স্বার্থক হবে

বিনম্র শ্রদ্ধা ভালোবাসায় যথাযোগ্য মর্যাদায় চাঁদপুরের মতলব উত্তরে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

সোমবার উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ও কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি, মোহনপুর পর্যটন লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমানের সার্বিক সহযোগীতায় দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷

পুষ্পস্তবক অর্পণ করেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ, ইউনিয়ন যুবলীগসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷

সামাজিক দুরুত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনায় অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি,মোহনপুর পর্যটন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান বলেন, ২১ ফেব্রুয়ারির মহান শহীদদের রক্ত ও ত্যাগের বিনিময়ে বাংলাভাষা রাষ্ট্রভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করেছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছেন জাতি তাদের চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি ভাষা আন্দোলনের মহান শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের মাগফিরাতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি।

তিনি বলেন,দেশের সর্বস্তরে যথাযোগ্য মর্যাদায় বাংলাভাষাকে প্রতিষ্ঠা করতে হবে ৷ তা হলেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন স্বার্থক হবে।

তিনি আরও বলেন,মহান ভাষা আন্দোলন বাঙালির জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে; যিনি ১৯৪৮ সালে মাতৃভাষার দাবিতে গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্ব দেন এবং কারাবরণ করেন। স্মরণ করি সকল ভাষা সংগ্রামীকে, যাদের দূরদৃষ্টি, অসীম ত্যাগ, সাহসিকতা, সাংগঠনিক দক্ষতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ফলে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করে। বাঙালি পায় মাতৃভাষার অধিকার।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য আহসান উল্লাহ হাসান,মোহনপুর পর্যটন লিঃ এর চেয়ারম্যান মোঃ ওহিদুজ্জামান মিলন,পরিচালক ও সংবাদ সারাবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক ও মতলব উত্তর উপজেলা যুলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা রাধেশ্যাম সাহা বাবু চান্দু,বীর মুক্তিযোদ্ধা মোঃ বিল্লাল হোসেন মৃধা, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান,বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, বীরমুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াছ ও বীরমুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই প্রধান,আওয়ামী লীগ নেতা মোঃ ফজলুল হক সরকার, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন তপাদার,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়,সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান মতিন,মোহনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী আক্তার,সাংগঠনিক সম্পাদিকা উম্মূল আয়মা লাইলী,মহিলা নেত্রী জেসমিন আক্তারসহ আওয়ামী লীগ,যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়