শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৬

ইফার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

বিশ্বে প্রায় ৩০ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে : কাজী শাহাদাত

বিশ্বে প্রায় ৩০ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে : কাজী শাহাদাত
স্টাফ রিপোর্টার

চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আয়োজনে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চাঁদপুর শহরের ফিশারী গেইট ইফার কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও সাহিত্য একাডেমী চাঁদপুরের মহাপরিচালক কাজী শাহাদাত। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিশ্বে প্রায় ৩০ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। আমাদের বাংলাদেশের অবস্থান বিশ্বে ৫ম পর্যায়ে। আজ বাংলা ভাষা নিয়ে গবেষনা হচ্ছে। তাও বাংলাদেশে নয়, সারাবিশ্বে বাংলা ভাষার চর্চা হচ্ছে। ইউরোপে বাংলা ভাষা শিখার জন্য স্কুল খোলা হয়েছে। আমেরিকা ও ব্রিটেনে একই অবস্থা। তিনি আরো বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় কথা বলতেন। আল্লাহ নবীর ভাষায় কুরআন নাজিল করেছেন। নবীজী শুদ্ধ ভাবে কথা বলতেন। আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এটাও আল্লাহ প্রদত্ত। আমাদের উচিত শুদ্ধ ভাষায় কথা বলা।

ইফার উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গাজী টিভির জেলা প্রতিনিধি রিয়াদ ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন। দোয়া মোনাজাত করেন জেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সালাম।

জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাহী জামে মসজিদের সানি ইমাম মাওলানা মোঃ শাহিন হোসেন। উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সালাউদ্দিনসহ মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়