শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩০

মতলব উত্তরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মতলব উত্তর উপজেলা বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় অমর ২১শে ফেব্রুয়ারিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে বিভিন্ন কার্যক্রম হাতে নেয় উপজেলা প্রশাসন।

শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর নেতৃত্বে উপজেলা পরিষদ, ইউএনও গাজী শরিফুল হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ওসি মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে মতলব উত্তর থানা পুলিশ, সাংবাদিকবৃন্দ, জাতীয় পার্টি, উপজেলা যুবলীগ, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ, ছেঙ্গারচর পৌর যুবলীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, ছেঙ্গারচর পৌর ছাত্রলীগ, পৌর স্বেচ্ছাসেবক লীগ, ছেঙ্গারচর পৌরসভা, উপজেলা ক্রীড়া সংস্থা, উপজেলা কৃষকলীগ, সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন। এছাড়াও মতলব উত্তর উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহজাহানের পরিচালনায় উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাড. আলহাজ্ব নূরুল আমিন রুহুল এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর ও ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান,উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারন সম্পাদক আইয়ুব আলী গাজী প্রমূখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়