প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩২
জনপ্রতিনিধিকে জনগণের মনে স্থান করে নিতে হবে : ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন
একজন জনপ্রতিনিধিকে তার নিজের কাজের মাধ্যমে জনগনের মনে স্থান করে নিতে হবে। যিনি জনগণের মনে স্থান করে নিতে পারবেন, তিনি মরে গেলেও জনগণের মাঝে বেঁচে থাকবেন। হাজীগঞ্জের ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদরে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী নুরুর রহমান বেলালকে দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মহা-পরিচালক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।
|আরো খবর
এ সময় প্রধান অতিথি তার বক্তব্য আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দেশে নজিরবিহীন উন্নয়ন চলছে। যা বিশে^ এক রোল মডেল। সরকারের এমন কোনো খাত বাদ যায়নি, যেখানে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি।
শুক্রবার বিকেলে উক্ত ইউনিয়নের পালিশারা মদিনাতুল উলম দাখিল মাদ্রাসা মাঠ ও ৪নং ওয়ার্ডবাসীর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাদিয়া ফার্নিচার লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক এ করিম মজুমদার, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রশিদ মারওয়ান, চট্টগ্রাম সিডিএ প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল।
ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক খোরশেদ আলম মারওয়ানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিক্ষকনেতা সফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হোসেন মীর, সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিঃ নেছার পাটওয়ারীসহ সকল ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্যগণ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণসহ যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।