প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৪
মতলব উত্তর উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি
প্রাণিসম্পদ খাত বিকাশের জন্য অতীতের সব রেকর্ড ভঙ্গ করে কাজ করছি
চাঁদপুর-২ নির্বাচনী আমনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, আমরা প্রাণিসম্পদ খাত বিকাশের জন্য অতীতের সব রেকর্ড ভঙ্গ করে কাজ করছি। যে কারনে অতীতের তুলনায় বর্তমানে দেশে দুধ, মাংস ও ডিমের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। প্রানী সম্পদ সেক্টরে এত বিকাশ ঘটেছে যে, এখন কোরবানীর জন্য ভারত থেকে আমাদের আর গরু, মহিষ না আনলেও চলে।
|আরো খবর
১৬ ফেব্রুয়ারী বুধবার দুপরে মতলব উত্তর উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রানী সম্পদের ১ দিনের প্রদর্শনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। মতলব উত্তর উপজেলা প্রশাসনের সহযোগীতায় এবং উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভ্যাটেনারী হাসপাতালের বাস্তবায়নে এই প্রদর্শনী হয়।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্ব এবং সমাজসেবক ও সাংবাদিক মাইনুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)মোঃ হেদায়েত উল্যাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ শাজাহান কামাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগ নেতা ও মোহনপুর পর্যটন লিঃ পরিচালক কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী,খামারীদের পক্ষে ওয়াজ কুরুনী, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. তাভীর আনজুম অনিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক একে আজাদ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, মেঘনা ধনাগোদা পানি ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ আলাউদ্দিন, অ্যাড মহসীন মিয়া মানিক প্রমুখ।