প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৬
মতলবে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী
‘পুষ্টি , মেধা ও দারিদ্র্যমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণনিসম্পদ প্রদর্শনী হয়েছে। ১৬ ফেব্রুয়ারী বুধবার নিউ হোস্টেল মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল। সহকারী কমিশনার( ভূমি) সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।
|আরো খবর
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, জেলা যুবলীগের সদস্য বাদল নন্দী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে সেরা খামারীদেরকে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রোটা. এমএ আজিজ বাবুল, খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, উপাদী দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, কাউন্সিলর আবুল বাশার মিয়াজী পারভেজ, রোটাঃ সাইফুল ইসলাম মোহন প্রমুখ।উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ও প্রদর্শনীর সদস্য সচিব ডা. মুহাম্মদ জাকির হোসেন বলেন, মেলায় উন্নত জাতের গাভী, ছাগল, ভেড়া, ঘোড়া, টারকী মোরগ, তিতির, কবুতর, গ্রীবাজ পাখি, ঘুঘুসহ প্রায় ১০০ প্রজাতির ৪০টি স্টল প্রদর্শনীতে স্থান পেয়েছে। এছাড়াও প্রত্যন্ত অঞ্চলের খামারীদের প্রাণিসম্পদ রক্ষা ও পরিচর্যা বিষয়ে অবগত করার লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন হয়।