রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২১, ২৩:৩৪

রক্তবিন্দু সমাজসেবা সংস্থার মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন

সোহাঈদ খান জিয়া
রক্তবিন্দু সমাজসেবা সংস্থার মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন

২৮ ডিসেম্বর বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বেচ্ছাসেবী মিলনমেলা, সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করলো রক্তবিন্দু সমাজসেবা সংস্থা। সংগঠনের সভাপতি আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার

বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রক্তবিন্দু সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে সমন্বয় এবং সুসম্পর্ক বৃদ্ধির জন্য রক্তবিন্দু'র পক্ষ থেকে আয়োজিত এই মিলনমেলার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রক্তবিন্দু'র সকল নৈতিক উদ্যোগে অতীতের ন্যায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক জেসমিন আক্তার, বাগাদী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পারুল আক্তার, বাগাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসাইন খান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাকির হোসেন তালুকদার, বেলাল হোসেন, জুলকার নাঈন খান, শামীম খান, রুবেল হোসেন এবং রাকিব খান। এসময় রক্তবিন্দু সংগঠনের পক্ষ থেকে করোনাকালীন সময়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তারুণ্যের আলো, উদীয়মান প্রজন্ম, মানবসেবা সংস্থা, মানবিক তারুণ্য এবং বন্ধুমহল ক্লাব এই ৫টি সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ পর্বে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়