শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২১, ১৭:৩৮

রাবেয়া মতিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

অসহায় মানুষের পাশে দাঁড়ালে সমাজ আরো উন্নত হবে : জেলা আওয়ামী লীগ সভাপতি

অসহায় মানুষের পাশে দাঁড়ালে সমাজ আরো উন্নত হবে : জেলা আওয়ামী লীগ সভাপতি
মিজানুর রহমান

চাঁদপুর সদর উপজেলা ৯নং বালিয়া ইউনিয়নের সাপদী গ্রামে মজুমদার রাবেয়া মতিন ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহায়তায় ৬'শ দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে ১০ ডিসেম্বর শুক্রবার সকালে সাপদী মহিলা মাদরাসা মাঠে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন আহমেদ।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার পেছনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যাতে উন্নত জীবন যাপন করতে পারি প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে ভালো কাজ করবো, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখব।

তিনি আরো বলেন, অনেকের ধন সম্পদ আছে কিন্তু মানুষের জন্য কিছু করার মানসিকতা নেই। এই দৃষ্টিকোণ থেকে এই সাপদী গ্রামের কৃতিসন্তান বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বেসরকারি টিভি চ্যানেল চ্যানেল আইয়ের ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুকিত মজুমদার বাবু'র বাড়ি এখানে। প্রতিবছর এ এলাকার অসহায় মানুষের জন্য তারা তাদের মা-বাবার নামে মজুমদার রাবেয়া - মতিন ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে আসছে। এবার শীতের শুরুতে অসহায় মানুষের হাতে শীত নিবারণের জন্য কম্বল তুলে দিয়েছে। তাদের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়।আমার পক্ষ থেকে ফাউন্ডেশন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। আমরা যদি প্রত্যেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে আমাদের এই সমাজ আরো উন্নত হবে।তাই প্রত্যেক সামর্থ্যবানদের মজুমদার রাবেয়া মতিন ফাউন্ডেশনের মত এগিয়ে আসার আহ্বান জানান।

বালিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জাকির হোসেন বহরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপদী মহিলা মাদ্রাসা সুপার মাওলানা ফরিদ আহমেদ,স্থানিয় আলোর একাডেমির পরিচালক পিএম আনোয়ার হোসেন বাবলু।

উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক নেছার বহরদার,ইউপি সদস্য নেছার আহমেদ তালুকদার, আহসান তালুকদার,মনির শেখ, শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সদস্য ছিদ্দিকুর রহমান নান্নু,ইয়াছিন পাটওয়ারী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়