শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ২২:৪৩

প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে দুর্নীতি বিরোধী দিবসে আলোচনা সভা ও র‌্যালি

নাগরিক সেবার ক্ষেত্রে কোনো দুর্নীতির সুযোগ দেবো না : মেয়র মোঃ জিল্লূর রহমান জুয়েল

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
নাগরিক সেবার ক্ষেত্রে কোনো দুর্নীতির সুযোগ দেবো না : মেয়র মোঃ জিল্লূর রহমান জুয়েল

প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভায় পৌর মেয়র মোঃ জিল্লূর রহমান জুয়েল বলেছেন, বর্তমান সময়ে দুর্নীতি সমাজকে কলুষিত করছে। আমাদের সমাজে প্রথমে দুর্নীতি পরিবার থেকে শুরু হয়। এসব পারিবারিক দুর্নীতি প্রথমে বন্ধ করতে হবে। তিনি বলেন, মিথ্যা বলার প্রবণতাও একটা দুর্নীতি। আমরা লক্ষ্য করছি দুর্নীতি আমাদের সমাজকে কলুষিত করছে। আপনারাও কোনোভাবেই দুর্নীতি করবেন না এবং কাউকে দুর্নীতি করার সুযোগ দিবেন না। তিনি আরো বলেন, নাগরিক সেবার ক্ষেত্রে কোনো দুর্নীতির সুযোগ দেব না। চাঁদপুর পৌরসভার বিষয়ে তিনি বলেন, পৌরসভায় আমার জায়গা থেকে আমার পরিষদের কাউকে দুর্নীতি করতে দেব না।

গতকাল বৃহস্পতিবার ৯ ডিসেম্বর বিকেলে চাঁদপুর পৌরসভার সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচিব আবুল কালাম ভূঁইয়া। দিবসের উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোঃ জিল্লূর রহমান জুয়েল। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এএইচএম শামছুদ্দোহা, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন হাওলাদার, প্রান্তিক জনগোষ্ঠী (এনইউপিআরপি)-এর টাউন ম্যানেজার আব্দুল হান্নান, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র-২ ফরিদা ইলিয়াছ, কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান দর্জি, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষ, প্রান্তিক জনগোষ্ঠীর ইউছুফ গাজী, ভাওয়াল বাড়ি সমিতির কোষাধ্যক্ষ তানজিসা সুরমা, প্রান্তিক জনগোষ্ঠীর ডাকাতিয়া সিডিসির কোষাধ্যক্ষ শিল্পী রাণী ষোঘ, মেঘনা সিডিসির সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার, যমুনা সিডিসির সভাপতি নাজমা আলম প্রমুখ। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ আবুল কালাম, গীতাপাঠ করেন কমিউনিটি অর্গানাইজার লিটন চন্দ্র দাস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়