শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ১৩:১১

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২১

দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে : উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ

রেদওয়ান আহমেদ জাকির
দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে : উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ

দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। উপজেলার বিভিন্ন দুর্নীতি চিহ্নিত করে দুর্নীতি দূরীকরণে কাজ করলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। আমরা পরিবার ও সমাজের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে স্ব-স্ব উদ্যোগে গ্রহণ করবো। আমাদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য অবহেলাই দুর্নীতির শামিল। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে কাজ করছেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সকল শ্রেণি পেশার মানুষ দুর্নীতি প্রতিরোধে কাজ করতে হবে।

৯ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে প্রধান অতিথির বক্তব্য মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচ কবির আহম্মেদ এ কথাগুলো বলেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রোটা. রেদওয়ান আহমেদ জাকিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন খান, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ রহিম খান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার তানভীর হাসান। এ সময় বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ কামাল হোসেন, মতলব সরকারি ডিগ্রি কলেজের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী ক্যাডেট সার্জেন্ট আঃ কাদের সাজেন, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাফা বিনতে রেজা, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐশী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুক্তার আহাম্মদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে শিক্ষার্থীদের সাথে সকলকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থী ও শিশুকে দুর্নীতি মুক্ত করলে ভবিষ্যৎ বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে। যার যার দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করা এবং সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্ত করা সম্ভব। আসুন সকলে মিলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মতলব সরকারি ডিগ্রি কলেজের একাদশ বর্ষের শিক্ষার্থী ক্যাডেট তানজিলা ও গীতা পাঠ করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রীনা রানী বনিক। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে র‌্যালী শুরু হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার মুখলেছুর রহমানসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, সহকারী কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়