শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ২১:০১

চাঁদপুর সরকারি কলেজের মেধাবী ছাত্রী তন্বী একক অভিনয়ে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ

অনলাইন ডেস্ক
চাঁদপুর সরকারি কলেজের মেধাবী ছাত্রী তন্বী একক অভিনয়ে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ

মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী আফসানা আক্তার তন্বী জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত মুজিববর্ষ আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা এ একক অভিনয়ে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। সে এখন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।

চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ইকবাল হোসেন খান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ কামরুল হাছান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ তন্বীর এই ফলাফলে, তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, তন্বী তার মেধার বলে আরো অনেক দূর এগিয়ে যাবে। তার এই ফলাফলে চাঁদপুর সরকারি কলেজ পরিবার গর্বিত।

আফসানা আক্তার তন্বী তার এই ফলাফলে, সকলকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। জাতীয় পর্যায়েও যাতে শ্রেষ্ঠ স্থান অধিকার করতে পারে সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়