রবিবার, ১০ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দেবর-ভাবীর পরকীয়ায় বলি হলো দেবর
  •   হেরেম শরীফে নামাজ শেষে দুর্ঘটনায় আহত কামরুজ্জামান মারা গেছেন
  •   শাহবাগে অবস্থান ও ঋণ দেয়ার নামে চাঁদা আদায়কালে ফরিদগঞ্জে আটক দুই।। মুচলেকা দিয়ে ছাড়
  •   হাজীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
  •   প্রেমে ব্যর্থতায় দু কিশোরের আত্মহত্যা

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২১, ১৬:৩৮

বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ডাক্তারদের সংবর্ধনা

বাবা মায়ের অবদান ছাড়া পৃথিবীতে কেউ দাঁড়াতে পারেনি : মেজর রফিকুল ইসলাম বীর উত্তম

মোঃ মঈনুল ইসলাম কাজল
বাবা মায়ের অবদান ছাড়া পৃথিবীতে কেউ দাঁড়াতে পারেনি :   মেজর রফিকুল ইসলাম বীর উত্তম

বিসিএস (স্বাস্হ্য) পরীক্ষার উতির্ণ শাহরাস্তি হাজীগঞ্জ উপজেলার ২০ জন ডাক্তারকে সংবর্ধনা দিয়েছেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী স্হানীয় সংসদ সদস্য মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম। ৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নাওড়া গ্রামের নিজ বাড়িতে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্যন্ত আনন্দঘন পরিবেশে ফুল দিয়ে ডাক্তারদের বরণ করে নেন মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম। স্হানীয় সংসদ সদস্যের আমন্ত্রণ পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে উপস্থিত হন ২০ জন ডাক্তার। মেজর অবঃ রফিকুল ইসলাম একে একে সবার পরিচয় নেন এবং হাস্যোজ্জ্বলভাবে সবার সাথে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের বাবা মায়ের অবদানের কথা স্মরণ রাখতে হবে। বাবা মায়ের অবদান ছাড়া পৃথিবীতে কেউ দাঁড়াতে পারেনি। বাবা মায়ের অবদানের কথা স্মরণ করে রোগীদের সেবা দিতে হবে। তিনি ডাক্তারদের উদ্দেশ্য আরো বলেন, সেবার মানসিকতা নিয়ে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে। জীবনের মুল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা। সংবর্ধনা শেষে ডাক্তারদের সাথে তিনি দুপুরের খাবার খান। স্হানীয় সংসদ সদস্যের এ উদ্যোগ সকলের কাছে প্রসংসনীয় হয়ে উঠে। সারাদেশে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, শাহরাস্তি পৌর মেয়র হাজী আঃ লতিফ, সিনিয়র সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল আবুল কালাম চৌধুরী, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়