বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৩ জুন ২০২৪, ২২:৫৬

সৌমিত্র সাহা নীলাদ্রির জাতীয় পুরস্কার লাভ

স্টাফ রিপোর্টার
সৌমিত্র সাহা নীলাদ্রির জাতীয় পুরস্কার লাভ

গত ১০ জুন,২০২৪ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ঢাকা পিটিআই তে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বিভাগে যারা প্রথম হয়েছে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে। সাংস্কৃতিক প্রতিযোগিতা মোট বারোটি ইভেন্টে অনুষ্ঠিত হয়।৮ টি বিভাগ থেকে ৮ জন করে প্রতিযোগী অংশ অংশগ্রহণ করে।এর মধ্যে ২ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র সৌমিত্র সাহা নীলাদ্রি খ বিভাগে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করার দুর্লভ গৌরব অর্জন করে। তার এই পদক প্রাপ্তির মাধ্যমে ২ নং বালক সপ্রাবি জাতীয় পর্যায়ে প্রথম প্রাপ্তি ঘটে। এর আগে ২০১৪ সালে ২ নং বালক সপ্রাবি ময়মনসিংহ নেপ এ অনুষ্ঠিত সেরা স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং ২০২২ সালে ঢাকায় অনুষ্ঠিত উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে। সৌমিত্র সাহার এই পুরস্কার লাভের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, অভিভাবক কমিটি, শিক্ষক বৃন্দ এবং এলাকাবাসী তাকে অভিনন্দন জানায়।

সৌমিত্র সাহা পুরান বাজার রয়েজ রোডস্থ লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিতু সাহা ও সুমন চন্দ্র সাহার প্রথম পুত্র। তার বাবা-মা এই পুরস্কার প্রাপ্তিতে বিদ্যালয় শিক্ষকমন্ডলী, আবৃত্তি শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ে যারা বিচারক ছিলেন এবং শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়