প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০০:০০
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে সংগঠনের দলীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযাদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর মেয়ে অ্যাডঃ নাজমুন নাহার অনি।
গতকাল শনিবার তিনি নেতা-কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ছাড়াও প্যানেল মেয়র ও পৌর কাউন্সিলর আঃ মান্নান পরান, চাঁদপুর জেলা ছাত্রলীগের উপনাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক শরীফ হোসেন, ছাত্রলীগ নেতা দিনেশ দাস, খায়রুল বাশার, সজিব হোসেন, আরিফ হোসেন, আফসার হোসেন, সুজন দাস, নিশান, যুবলীগ নেতা মমিন, সুমন, নাঈম, আরিফুল ইসলাম, সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, ইতিহাস ঐতিহ্যের ধারক বাংলাদেশ আওয়ামী লীগ। সেই দলের হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন লাভের জন্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। যথাসময়ে তা জমা দেবো। আশা করছি আমাদের দলীয় প্রধান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ড নারী নেতৃত্বকে এগিয়ে নিতে অবশ্যই বিশেষ দৃষ্টি দিবেন।