রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০০:০০

৩০ বছর পর তারা আবার খেলার মাঠে
কামরুজ্জামান টুটুল ॥

’৯০-এর দশকে মাধ্যমিক বা কলেজপড়ুয়া টগবগে তরুণ তারা। সে সময় নিয়মিত থাকতেন খেলার মাঠে। এলাকা ছাড়া ভাড়ায় খেলতেন জেলার বাইরে। সময় জীবিকা আর সংসারের কারণে সবাই এখন দায়িত্ববান স্বামী কিংবা বাবা, অনেকে হয়েছেন শ্বশুর। একটি খেলার বদৌলতে তারা আবার ফিরেছে খেলার মাঠে। মোটাভুড়ি আর ভারী শরীরের কারণে খেলায় সেই আগের জৌলুস ফেরাতে পারেননি, তারপরে এক এক গোলে লাল-সবুজ দল দুই দল খেলায় রেখেছেন সমতা। শুক্রবার বিকেলে লাল-সবুজ দুই দলের খেলাটি অনুষ্ঠিত হয় হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে। খেলোয়াড়দের সবাই বাকিলা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, সমাজসেবক প্রাণেশ দাস, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধর, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, ছাত্রনেতা রাকিবুল ইসলাম রকিব, যুবলীগ নেতা নজরুল ইসলাম নজু, মাঈনুদ্দিন মিয়াজী, বাকিলা উবির গভর্নিং বডির সদস্য হোসেন লিটন প্রমুখ।

সাবেক খেলোয়াড় রবি চন্দ্র রবি দাস ও সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল আহসান নয়নের সঞ্চালনে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন শ্যামল দাস।

খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোখলেসুর রহমান মুক্কু, আবু ছাইদ কুমকুম, মোবাশ্বের মোল্লা, জসিম উদ্দিন, সুমন দে, শাহজাহান গাজী, মিঠু গাজী, সেলিম মিয়া, হোসেন লিটন, তোয়াব মিয়া, জুলহাস মিয়া, মনির হোসেন, এমরান গাজী, সিপন, শামীম বাবু প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়