প্রকাশ : ২৭ এপ্রিল ২০২২, ০০:০০
আজ ২৭ এপ্রিল বুধবার চাঁদপুর শহরের পুরাণ আদালত পাড়াস্থ অখ-মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে অখ-মণ্ডলেশ্রর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ও তার সুযোগ্য মানসকন্যা পরম পূজনীয়া মহাসন্ন্যাসিনী শ্রীশ্রী মামণি সংহিতা দেবীর মহাসমাধি দিবস অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এদিন আশ্রম প্রাঙ্গণে ভোর ৫টা থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে উষা কীর্তন, মঙ্গল শঙ্খধ্বনি, নবীন যুগের নববেদ শ্রীশ্রী অখ- সংহিতা থেকে পাঠ, সকাল সাড়ে ৮টায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শ্রীশ্রী সমবেত উপাসনা, ব্রহ্মগায়ত্রী কীর্ত্তন, নীরব মহানাম জপযজ্ঞ, হরিওঁ কীর্ত্তন ও বেলা ১২টায় স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে এবং দুপুর ২টায় শান্তি বাচনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সমাপ্তি হবে।
চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদ, চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্ট এবং বাংলাদেশ সম্মিলিত অখ- সংগঠন কর্তৃক যৌথভাবে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সম্মিলিত অখ- সংগঠনের প্রচার ও সমাজ কল্যান সম্পাদক শ্রী মৃনাল কান্তি দাস।