রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০০:০০

ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ

চাঁদপুরে জেলা ছাত্রদলের শোক র‌্যালি

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরে জেলা ছাত্রদলের শোক র‌্যালি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে শোক র‌্যালি করেছে জেলা ছাত্রদলের নেতা-কর্মীবৃন্দ। গতকাল ২১ আগস্ট বুধবার বিকেল সাড়ে ৫টায় জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন সড়ক থেকে চাঁদপুর জেলা ছাত্রদলের আয়োজনে র‌্যালিটি বের হয়ে চাঁদপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের লেকের পাড় 'অঙ্গীকারে'র সামনে পথসভায় মিলিত হয়। শোক র‌্যালির নেতৃত্ব দেন এবং পথসভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী ও সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারী।

এ সময় জেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোক র‌্যালিতে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার স্মরণে কালো ব্যাজ ধারণ করেন। এ সময় বক্তারা বলেন, গত ১৫ বছরে হাজার হাজার নেতা-কর্মীকে গুম, খুন, জখম, ২৮ অক্টোবরের লগ্গি-বৈঠার তাণ্ডব, পিলখানা হত্যাযজ্ঞ, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারের অধিক শিশু, ছাত্র, যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচার করতে হবে।

এ সময় শেখ হাসিনা ও ডাঃ দীপু মনির ফাঁসি দাবি করে স্লোগান দেয় ছাত্রদলের নেতা-কর্মীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়