রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০০:০০

চাঁদপুর সরকারি মহিলা কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধন

সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

---------প্রফেসর মাসুদুর রহমান

প্রেস বিজ্ঞপ্তি ॥
সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

১৯ মার্চ মঙ্গলবার চাঁদপুর সরকারি মহিলা কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহের শুভ উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। এ উপলক্ষে ১৯, ২০ ও ২১ মার্চ পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয়সমূহ : ১। কেরাত ২। হামদ্/নাত ৩। বাংলা রচনা প্রতিযোগিতা (বিষয় : অনির্ধারিত (বিচারক তাৎক্ষণিক নির্ধারণ করবেন) সময় ৩০ মিনিট) ৪। ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা (একাদশ থেকে দ্বাদশ এবং অনার্স ও ডিগ্রি (পাস) ৫। বাংলা কবিতা আবৃত্তি (স্বরচিত/নির্বাচিত) ৬। বিতর্ক প্রতিযোগিতা (একক) ৭। দেশাত্মবোধক গান ৮। রবীন্দ্র সঙ্গীত ৯। নজরুল সঙ্গীত ১০। উচ্চাঙ্গ সঙ্গীত ১১। লোকসঙ্গীত (ভাওয়াইয়া, ভাটিয়ালী, পল্লিগীতি, লালনগীতি) ১২। জারিগান (দলভিত্তিক) ১৩। নির্ধারিত বক্তৃতা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ ১৪। নৃত্য (উচ্চাঙ্গ) ১৫। লোক নৃত্য ১৬। তাৎক্ষণিক অভিনয়।

অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নুরুননাহারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক জীবন কানাই সাহা, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তাহমিনা ফেরদৌস, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোতাসিম বিল্লাহ, গণিত বিষয়ের বিভাগীয় প্রধান আবুল কালাম মোঃ রিয়াজউদ্দিন, অর্থনীতি বিষয়ের বিভাগীয় প্রধান মোঃ মহিউদ্দিন, সমাজকর্ম বিষয়ের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান, রসায়ন বিষয়ের বিভাগীয় প্রধান মোহাম্মদ আফসার আলী শিকদার, হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক আবদুল মান্নান মিয়াসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, আজ হতে আড়াই হাজার বছর পূর্বে চিন্তা জগতের অন্যতম গ্রীক দার্শনিক প্লেটো ‘রিপাবলিক’ গ্রন্থে শিক্ষা ব্যবস্থার কারিকুলামে সঙ্গীত ও শরীর চর্চাকে অন্তর্ভুক্ত করেছেন। শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা ও মেধার স্বাক্ষর শুধু কলেজ পর্যায়ে নয় জাতীয় পর্যায়েও ছড়িয়ে দিবে এ আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়