বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০০:০০

এই পদক কোনো ব্যক্তিগত অর্জন নয়, চাঁদপুর জেলা টাস্কফোর্সের এবং চাঁদপুরবাসীর
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চলতি বছরের ১ মার্চ হতে ৩০ এপ্রিল দুইমাস পদ্মা-মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার নদী এলাকায় জাটকা নিধন প্রতিরোধে চাঁদপুরে জেলা টাস্কফোর্স কমিটি সাফল্য অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় ২৫ জুলাই ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত চাঁদপুর জেলা টাস্কফোর্স জাতীয় মৎস্য পদক ২০২৩ অর্জন করে।

৩১ জুলাই সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত চাঁদপুর জেলা টাস্কফোর্সের জাতীয় মৎস্য পদক ২০২৩ অর্জন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, নিষিদ্ধ সময়ে জাটকা নিধন প্রতিরোধে জেলা টাস্কফোর্স কমিটি ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছিলে। নৌ-র‌্যালি, লিফলেট বিতরণ, পোস্টার, জেলেদের সাথে সচেতনতামূলক সভাসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জাটকা নিধন প্রতিরোধে পরিচালিত মোবাইল কোর্টে ৩শ’ ১ মামলায় ৩শ’ ৪৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জাটকা নিধন প্রতিরোধে পরিচালিত মোবাইল কোর্টে ৭৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫২টি পুরাতন নৌকা জব্দ করা হয়। এ অভিযানে জব্দকৃত প্রায় ৮শ’ ১৩ কেজি জাটকা ইলিশ জেলার এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, এই পদক কোনো ব্যক্তিগত অর্জন নয়, চাঁদপুর জেলা টাস্কফোর্সের এবং চাঁদপুরবাসীর। ইলিশের বাড়ির নামে খ্যাত এই নামটির যেন মান থাকে সেই আশাই করছি। আমাদের মৎস্য অভিযানের অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমরা সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদের মৎস্য অভিযানকে সফল করেছি। নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ খাওয়া থেকেও ভোক্তাদের বিরত থাকতে হবে। এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। যারা প্রকৃত জেলে নয় তাদেরকে চিহ্নিত করে তালিকা করতে হবে। চাঁদপুর সদরের আনন্দবাজার থেকে নিবন্ধিত জেলের মধ্যে যারা জেলে নয় তাদের ব্যাপারে ব্যবস্থাগ্রহণ করতে হবে। এছাড়াও যেসব প্রকৃত জেলে তালিকায় নেই তাদেরকে আওতাভুক্ত করা হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এএসএম মোসার সঞ্চালনায় বক্তব্য রাখেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী, এনএসআই-এর উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান ও প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সময় টিভির নিজস্ব প্রতিবেদক ফারুক আহম্মদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, এখন টিভির চাঁদপুর প্রতিনিধি তালহা জোবায়ের, এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, জেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান ও সাধারণ সম্পাদক মানিক দেওয়ান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়