বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০১ জুন ২০২২, ০০:০০

শিক্ষা মন্ত্রণালয়ের ইনোভেশন টিমের কর্মকর্তাগণের চাঁদপুর সরকারি কলেজ পরিদর্শন
প্রেস বিজ্ঞপ্তি ॥

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে গত ২৮ মে শনিবার সকাল ১০টায় কলেজ কনফারেন্স কক্ষে ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইনোভেশন টিমের কর্মকর্তাগণ কলেজ শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভা এবং ‘আমার চাঁদপুর সরকারি কলেজ’ শীর্ষক উদ্ভাবনী উদ্যোগ পরিদর্শন করেন। কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপ্রধানে মতবিনিময় সভায় ইনোভেশন টিমের নেতৃত্বে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ বেলায়েত হোসেন তালুকদার। প্রতিনিধি দলে আরো ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয়-১ অধি শাখার যুগ্ম সচিব মোঃ আব্দুল মতিন, উপ-সচিব (বার্ষিক কর্মসম্পাদন, সেবা উন্নয়ন ও উদ্ভাবন শাখা) মোঃ নূর-ই-আলম, উপ-সচিব (আইন অধিশাখা) মোহাঃ লিয়াকত আলী, উপ-সচিব (প্রশিক্ষণ শাখা) মোঃ ইব্রাহিম ভূঞা, উপ-সচিব (বেসরকারি মাধ্যমিক-১) মোছাঃ শাম্মী আক্তার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিনিয়র সিস্টেম এনালিস্ট খন্দকার আজিজুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মোঃ নাজমুল আহসান মুরাদ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইনোভেশন টিমের প্রতিনিধি দল ‘আমার চাঁদপুর সরকারি কলেজ’ মোবাইল অ্যাপস-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী কর্তৃক এ ধরনের মোবাইল অ্যাপস্ উদ্ভাবন করায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের ধন্যবাদ জনান এবং এই উদ্ভাবনী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা অ্যাপসটির আরো কিছু দিক উন্নয়নের জন্য বলেন।

কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, আমাদের এই মোবাইল অ্যাপস ‘আমার চাঁদপুর সরকারি কলেজ’ সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের দ্বারা উদ্ভাবিত এবং এর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ শিক্ষার্থীদের দ্বারাই হচ্ছে। মোবাইল অ্যাপসটি শিক্ষার্থী বান্ধব এবং সহজেই ব্যবহারযোগ্য। এটিকে আরো উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। তিনি চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং ইনোভেশন টিমের প্রতিনিধিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সকালে প্রতিনিধি দল ঢাকা থেকে কলেজ ক্যাম্পাসে পৌঁছলে অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ ইনোভেশন টিমের সকলকে ফুল দিয়ে বরণ করে নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়